প্রাচীন ভারতের বিখ্যাত পন্ডিত এবং গুরুত্বপূর্ন সাহিত্যকর্ম

Show Important Question


61) হাতিগুম্ফা লিপি কার সময়ের?
A) কলিঙ্গরাজ খরবেলের
B) চালুক্যরাজ ২য় পুলকেশীর
C) রাষ্ট্রকূটরাজ ধ্রুবর
D) থানেশ্বর রাজ্ হর্ষবর্ধনের

62) Lilabati was translated into Persian by / লীলাবতীর ফারসি অনুবাদ কে করেছিলেন?
A) Faizi/ ফৈজি
B) Abul Fazl/ আবুল ফজল
C) Darashiko/ দারাশিকো
D) Abu Talib Kalim/ আবু তালিব কালিম

63) Who was the author of Aihole Inscription? / আইহোল প্রশস্তির রচয়িতা কে ?
A) Harisena/ হরিষেণ
B) Ravikeerthi/ রবিকীর্তি
C) Sandhyakar Nandi/ সন্ধ্যাকর নন্দী
D) Umapati Dhara/ উমাপতিধর

64) ঋতুসংহার কার রচনা?
A) ভবভূতি
B) জয়দেব
C) বিদ্যাপতি
D) কালিদাস

65) কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন কোন ভাষায়?
A) বাংলা
B) সংস্কৃত
C) মৈথিলী
D) অপভ্রংশ

66) “চৈতন্য চরিতামৃত” কে রচনা করেন ?
A) লোচন দাস
B) কৃষ্ণদাস কবিরাজ
C) বৃন্দাবন দাস
D) বিজয়কৃষ্ণ

67) জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা?
A) সংস্কৃত
B) পালি
C) প্রাকৃত
D) বৈদিক

68) হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” -এর রচয়িতা হলেন
A) হরিসেন
B) বাণভট্ট
C) ভবভূতি
D) চাঁদ বরদই

69) কোন সংস্কৃত নাটকে আমরা চারুদত্ত ও বসন্তসেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই ?
A) মালবিকাগ্নিমিত্রম
B) স্বপ্নবাসবদত্তা
C) মৃচ্ছকটিকম
D) মালতীমাধব

70) রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা হলেন যথাক্রমে –
A) কলহন ও বাণভট্ট
B) কলহন ও হেমচন্দ্র
C) বিলহন ও বাণভট্ট
D) বাণভট্ট ও কলহন

71) কলিঙ্গরাজ খরবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে?
A) গঞ্জাম লিপি
B) হাতিগুম্ফা লিপি
C) নাসিক লিপি
D) জুনাগড় লিপি

72) কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা?
A) সংস্কৃত
B) তামিল
C) তেলেগু
D) মালয়ালম

73) Kalhan's Rajatarangini is a history of / কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাসের বিবরণ –
A) Bengal/ বাংলা
B) Malav/ মালব
C) Kashmir/ কাশ্মীর
D) Jaunpur/ জৌনপুর

74) “নান্দিক কলম্বকম” কি সম্পর্কিত রচনা?
A) পশ্চিম ভারতের ইতিহাস
B) কন্নড় ইতিহাস
C) দক্ষিণ ভারতের তামিল ইতিহাস
D) তামিল সাহিত্য

75) ‘রেহালা’ কে লিখেছেন?
A) আলবেরুনি
B) ইবন বতুতা
C) আবুল ফজল
D) বরানি

76) গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি–কাহিনি বর্ণিত হয়েছে ?
A) খরবেল
B) সমুদ্রগুপ্ত
C) শশাঙ্ক
D) রুদ্রদমন

77) রামায়ণ পারসী ভাষায় অনুবাদ করেছিলেন –
A) ঈশ্বর দাস
B) আবুল ফৈজী
C) জাহাঙ্গীর
D) আব্দুল লতিফ

78) Who wrote 'Mrichhakatikam' ? / 'মৃচ্ছকটিকম' নাটকটির রচয়িতা ছিলেন ?
A) Vishakhasdatta/ বিশাখদত্ত
B) Shudrak/ শূদ্রক
C) Banabhatta/ বানভট্ট
D) Bhas/ ভাস

79) “সি-ইউ-কি” এর রচয়িতা কে ?
A) হিউয়েন সাঙ
B) ফা-হিয়েন
C) মেগাস্থিনিস
D) আই-সাঙ

80) ‘চাচনামা’ গ্রন্থ থেকে কোন সময়ের সম্বন্ধে জানা যায় ?
A) সুলতানি যুগ
B) গুপ্ত যুগ
C) মুঘল যুগ
D) মৌর্য যুগ